২০২৫ সালের আলিম পরীক্ষার ফলাফলেও দেশের শীর্ষ অবস্থান ধরে রেখেছে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এই মাদরাসার শিক্ষার্থীরা এবারো দেশের মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে।
প্রাপ্ত তথ্যানুসারে, প্রতিষ্ঠানটির অধীনে এক হাজার ২৭৭ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধিত হন। এর মধ্যে, পরীক্ষায় অংশ নিয়েছেন এক হাজার ২৭২ জন এবং উত্তীর্ণ হয়েছেন এক হাজার ২৬০ জন। উত্তীর্ণের হার ৯৯.০৬ শতাংশ। ৬৬১ জন শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ অর্জন করেছেন।
বিভাগভিত্তিক ফলাফলে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে ৫২০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৫১৭ জন। এর মধ্যে, ৩৯০ জন জিপিএ-৫ পেয়েছেন। সাধারণ বিভাগে ৭৫৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৭৪৩ জন, আর জিপিএ-৫ পেয়েছেন ২৭১ জন।
দেশের আলিম পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ধারাবাহিকভাবে শীর্ষস্থান ধরে রাখা এই মাদরাসা আবারো প্রমাণ করেছে তাদের শিক্ষার মান ও অধ্যবসায়ের উৎকর্ষ। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. মো: হেফজুর রহমান ও শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের এমন কৃতিত্বে সন্তোষ প্রকাশ করেছেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।