কাঁঠালিয়ায় মাদরাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টা দিকে কাঁঠালিয়া উপজেলার আশরাফুল উলুম নুরিয়া মাদরাসা থেকে নিখোঁজ হয়।

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
হাসান মাহমুদ
হাসান মাহমুদ |সংগৃহীত

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের এক মাদরাসাছাত্র নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর নাম হাসান মাহমুদ। তার বাবার নাম জিয়াউর রহমান।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টা দিকে কাঁঠালিয়া উপজেলার আশরাফুল উলুম নুরিয়া মাদরাসা থেকে নিখোঁজ হয়।

অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে পরিবার ভয়বাহ উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।

যদি কেউ ছেলেটির সন্ধান পেয়ে থাকলে নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে: ০১৬২০-৫৫৫১৮৮।