ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় অবস্থিত এলাহী হাইওয়ে রেস্টুরেন্টের হোটেল মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযোগ অনুযায়ী, নোংরা পরিবেশে খাবার পরিবেশন এবং বাসি খাবার ডিপ ফ্রিজে রেখে পুনরায় বিক্রি করা হচ্ছিল।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ভ্রাম্যমাণ আদালত সরেজমিনে হোটেলটি পরীক্ষা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানকালে হোটেল মালিক রাশেদ আকনের বিরুদ্ধে উল্লিখিত অভিযোগের সত্যতা পাওয়ায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে আইন লঙ্ঘন না করার জন্য সতর্ক করা হয়। অভিযানকালে গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভোক্তা অধিকার রক্ষা করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।