ত্রিশালে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মানববন্ধনে গণমাধ্যমকর্মীরা জানান, পেশাগত দায়িত্ব পালনকালে হরিরামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহরাব উদ্দিন স্বপনের নেতৃত্বে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এজন্য স্বপনকে দল থেকে বহিষ্কারের দাবিও জানান তারা।

Location :

Trishal
সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন |নয়া দিগন্ত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ত্রিশালে কর্মরত গণমাধ্যমকর্মীরা।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সড়কে মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব।

মানববন্ধনে গণমাধ্যমকর্মীরা জানান, পেশাগত দায়িত্ব পালনকালে হরিরামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহরাব উদ্দিন স্বপনের নেতৃত্বে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এজন্য স্বপনকে দল থেকে বহিষ্কারের দাবিও জানান তারা।

ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইনের সঞ্চালনায় অংশ নেন ত্রিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজ, অধ্যাপক গোলাম মোস্তফা সরকার, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজ নোমান, মোহাম্মদ সেলিম, সদস্য আতিকুল ইসলাম, রুকুনুজ্জামান সরকার রাহাদ প্রমুখ।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর উপজেলার হরিরামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহরাব উদ্দীন স্বপনের নেতৃত্বে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক মতিউর রহমান সেলিম এবং এস এম মাসুদ রানার ওপর হামলা করা হয়। এ সময় তাদেরকে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে আটকে রাখে। পরে পাশের বাড়ির লোকজন এসে তাদেরকে রক্ষা করে।

এ সময় তাদেরকে উদ্ধার করতে গেলে সাংবাদিক আব্দুল্লাহ আল ফাহাদ ও রাকিবুল হাসান সুমনকেও মারধর ও লাঞ্ছিত করা হয়।