সাতকানিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতের যুব র‍্যালি

‘স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সাধারণ মানুষ আজও ন্যায়বিচার ও সমঅধিকার থেকে বঞ্চিত। যদি রাষ্ট্র পরিচালনায় ন্যায়নীতি ও সুশাসন প্রতিষ্ঠিত না হয় তাহলে বিজয়ের প্রকৃত অর্থ পূর্ণতা পায় না। মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হলে রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত করতে হবে।’

মনজুর আলম, সাতকানিয়া (চট্টগ্রাম)

Location :

Satkania
সাতকানিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতের যুব র‍্যালি
সাতকানিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতের যুব র‍্যালি |নয়া দিগন্ত

চট্টগ্রামের সাতকানিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে যুব র‍্যালির আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সাতকানিয়ার কেরানীহাট সী-ওয়ার্ল্ড রেস্টুরেন্টের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হাসমতের দোকান নামক এলাকায় গিয়ে শেষ হয়।

র‍্যালীতে জাতীয় পতাকা হাতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে র‍্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

তিনি বলেন, ‘মহান বিজয় দিবস কেবল একটি ঐতিহাসিক দিন নয়, এটি আমাদের জাতীয় আত্মপরিচয়ের ভিত্তি। এই দিন আমাদের স্মরণ করিয়ে দেয় অন্যায়, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম ছাড়া কোনো জাতির মুক্তি সম্ভব নয়।’

তিনি আরো বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সাধারণ মানুষ আজও ন্যায়বিচার ও সমঅধিকার থেকে বঞ্চিত। যদি রাষ্ট্র পরিচালনায় ন্যায়নীতি ও সুশাসন প্রতিষ্ঠিত না হয় তাহলে বিজয়ের প্রকৃত অর্থ পূর্ণতা পায় না। মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হলে রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত করতে হবে।’

শাহজাহান চৌধুরী বলেন, ‘দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ যুবক। এই শক্তিকে যদি সঠিক পথে পরিচালিত করা যায় তাহলে বাংলাদেশ অল্প সময়ের মধ্যেই একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত হতে পারে। কিন্তু নৈতিকতা ও আদর্শের বিচ্যুতি ঘটলে এই শক্তিই সমাজের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তাই যুবকদের সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমে গড়ে তুলতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে কারো প্রতি বৈষম্য থাকবে না, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।’

র‍্যালিতে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।