কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ জামে মসজিদের দুই ধর্মপ্রাণ ব্যক্তিত্ব ইমাম মাওলানা মো: আবদুল কাদের ও মুয়াজ্জিন মাওলানা আমজাদ হোসেনকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে আয়োজিত মর্যাদাপূর্ণ বিদায় অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
ইমাম মাওলানা মো: আবদুল কাদের ৪২ বছর এবং মুয়াজ্জিন মাওলানা আমজাদ হোসেন ৩৪ বছর ওই মসজিদে দায়িত্ব পালন করেছেন।
বিদায় অনুষ্ঠানে বক্তারা জানান, দীর্ঘ কর্মজীবনে ইমাম আবদুল কাদের কোনো বেতন গ্রহণ করেননি। এটি আজকের দিনে এক বিরল দৃষ্টান্ত। নামাজ পরিচালনা, মসজিদ পরিচালনা এবং সমাজের ধর্মীয় ও নৈতিক চেতনা জাগ্রত রাখতে তারা যে নিরলস ভূমিকা রেখে গেছেন, তা আগামী প্রজন্মের জন্যও অনুকরণীয়।
ইমাম মাওলানা আবদুল কাদের বলেন, এই মসজিদে দীর্ঘ চার দশক দায়িত্ব পালন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। মুরাদনগরের মানুষের ভালোবাসা আমার জীবনের চেয়ে বড় সম্পদ।
মুয়াজ্জিন মাওলানা আমজাদ হোসেন বলেন, আজান দেয়ার সুযোগ আল্লাহর বিশেষ দয়া। এখানকার মানুষের সম্মান ও মমত্ববোধ আমাকে সবসময় আলোকিত করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবদুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সিরাজুল ইসলাম মানিক, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারি পূর্ণ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা হায়দার নুপুর ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম।
এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মসজিদ কমিটির সদস্য ও মুসল্লিরা বিদায়ী ইমাম ও মুয়াজ্জিনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামীর সফলতা কামনা করেন।


