সুন্দরগঞ্জে জাতীয় পতাকা অবমাননা, গ্রেফতার ১

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মারুফ হাসান মিরাজ (১৯) নামের এক কলেজ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

Location :

Gaibandha
সুন্দরগঞ্জে জাতীয় পতাকা অবমাননা, গ্রেফতার ১
সুন্দরগঞ্জে জাতীয় পতাকা অবমাননা, গ্রেফতার ১ |নয়া দিগন্ত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মারুফ হাসান মিরাজ (১৯) নামের এক কলেজ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (১১ অক্টোবর) তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদ ভবনের সামনে থাকা জাতীয় পতাকা স্ট্যান্ডের রশিতে ছয় মাস আগে জুতা বেঁধে জাতীয় পতাকা তোলার দায়ে উত্তোলন করেন ওই শিক্ষার্থী। এ সংক্রান্ত একটি ভিডিও গত শুক্রবার রাতে ভাইরাল হয় ফেসবুকে। পরে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

শনিবার পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সর্বানন্দ রামভদ্র গ্রামের ফুল মিয়ার ছেলে হাসান মিরাজকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

এ ব্যাপারে সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, ‘আইন সবার জন্য সমান জুতা জাতীয় পতাকার উত্তোলেন পাইপে ঝুলিয়ে ছবি তুলিয়ে ফেসবুকে ছেড়ে দেয়া ঠিক করেনি।’

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ জানান, তাকে সকাল ১০টার দিকে তার বাড়ি থেকে নিয়ে আসা হয়। দিনভর থানায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রাতে তার বিরুদ্ধে সর্বানন্দ ইউনিয়নের এক চৌকিদার মামলা করেন।