কুমিল্লায় ছেলে-মেয়ে ও মাকে পিটিয়ে হত্যা

মুরাদনগরে মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে তুলে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে।

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Muradnagar
মুরাদনগরে এক পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে
মুরাদনগরে এক পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে |নয়া দিগন্ত

কুমিল্লার মুরাদনগরে মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। এ সময় হামলাকারীরা বাড়ি-ঘরেও ভাঙচুর চালায়।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার বাঙ্গরা থানার আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন একই গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৪), ছেলে রাসেল মিয়া (২৮) ও মেয়ে জোনাকি আক্তার (২২)।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান বলেন, তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

তিনি আরো বলেন, প্রাথমিক তদন্ত শেষে লাশগুলো উদ্ধার করে সুরতহালের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।