সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সাতটি ইউনিয়নের বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। প্রতিটিতে ১১ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া ও প্রথম যুগ্ম আহ্বায়ক জুনাব আলীর স্বাক্ষরিত দলীয় প্যাডে অনুমোদন করা হয়। এর সত্যতা নিশ্চিত করেছেন তারা।
তাহিরপুর সদর ইউনিয়ন : আহ্বায়ক মো: সাইদুল কিবরিয়া, সদস্য সচিব মো: সফি আলম, সদস্য মোহাম্মদ আলী, মো: সফিকুল হক, মো: বুলবুল আমিন, মো: সাজিদুল হক, মো: গোলাম ইজদানী, মো: শামসুজ্জামান, মো: আ: সহিদ, মো: নূরুল হক, বিল্লাল মিয়া।
বাদাঘাট ইউনিয়ন : আহ্বায়ক মো: মঞ্জুর আলী, সদস্য সচিব মো: নজরুল ইসলাম সিকদার, সদস্য মাওলানা আবু সাইদ, মো: আব্দুল গণি, মো: আলাল মিয়া, মো: তবারক হোসেন মোল্লা, মো: জাহাঙ্গীর আলম, মো: রইছ মিয়া, মো: আব্দুস সামাদ, মো: সানি সদাগর, মো: শামছুল হক।
বালিজুড়ী ইউনিয়ন : আহ্বায়ক আছব্বির আলী খাঁ, সদস্য সচিব মো: আমিরুল ইসলাম, সদস্য মো: জমিরুল হক, মো: গুলেনূর মিয়া, মো: আলী নেওয়াজ, মো: আন্নর আলী, মো: ফারুক মিয়া, মো: সাজিদ মিয়া, মো: জবা মিয়া, মো: জুবায়ের জয়নাল, মো: সফিউল।
উত্তর বড়দল ইউনিয়ন : আহ্বায়ক মো: রফিকুল ইসলাম, সদস্য সচিব মো: নজরুল ইসলাম শাহ, সদস্য মো: মহি উদ্দিন, মো: এনাম উদ্দিন তালুকদার, মো: বেলায়েত হোসেন, মো: মাইজ উদ্দিন, মো: আলীনূর, মো: শফিকুল ইসলাম, মো: হাবিবুর রহমান সংগ্রাম, মো: আলীনূর, মো: হাসান আলী।
বড়দল দক্ষিণ ইউনিয়ন : আহ্বায়ক মো: বশির মিয়া, সদস্য সচিব মো: আব্দুস সালাম, সদস্য মো: আব্দুল আহাদ, মো: আশরাফুল আলম, মো: আ: হান্নান মুন্সী, মো: ফখরুল ইসলাম, মো: আ: রশিদ, মো: নাছির মিয়া, মো: মাহবুব, মো: সামায়ূন আহমদ, মো: জিল্লুর রহমান।
উত্তর শ্রীপুর ইউনিয়ন : আহ্বায়ক মো: লায়েছ মিয়া, সদস্য সচিব মো: মোশাহীদ আলী, সদস্য ফেরদৌস আলম আখঞ্জী, মো: বাচ্চু মিয়া, হাজী আব্দুস সামাদ, সিজিল মিয়া, শামসুল হক, কামাল হোসেন, লালু মিয়া, আলী আমজদ, মো: ফারুক মিয়া।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন : আহ্বায়ক মো: গোলাম নূর, সদস্য সচিব মো: শামিম আহমদ, সদস্য মো: নিজাম উদ্দিন, মো: সিরাজ মিয়া, মো: সাহজাহান মিয়া, ডা: মো: শাহিন, মো: নূর আলম, মো: কামাল হোসেন, মো: হাবিবুর রহমান রয়েল, মো: জহুর মিয়া, মো: আবুল খয়ের।