মেঘনায় যৌথ বাহিনীর অভিযান, গজারিয়ায় দেড় কোটি টাকার অবৈধ জাল ধ্বংস

রোববার সকালে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
অবৈধ জাল ধ্বংস
অবৈধ জাল ধ্বংস |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর বিশেষ কম্বিং অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের অবৈধ মাছ ধরার জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত গজারিয়া লঞ্চঘাট, রসূলপুর, চর কিশোরগঞ্জ, মেঘনা নদীর মোহনা, চর ঝাপটা ও ষাটনলসহ আশপাশের নদী এলাকায় কোস্ট গার্ড, নৌবাহিনী, নৌ পুলিশ এবং মৎস্য অধিদফতরের সমন্বয়ে অভিযান চালানো হয়।

অভিযানে প্রায়ে এক কোটি ৪৫ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের ৫০টি অবৈধ চায়না দুয়ারী জাল, ৯৪ হাজার ৫০০ মিটার চরঘেরা জাল এবং পাঁচ হাজার ৬০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত সব জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

Topics