মহান বিজয় দিবস উপলক্ষে বামনায় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ

উপজেলা পরিষদ প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো: পলাশ আহমেদ বিজয়ীদের এ পুরস্কার বিতরণ করেন।

পটুয়াখালী প্রতিনিধি

Location :

Bamna
অনুষ্ঠানে অতিথিরা
অনুষ্ঠানে অতিথিরা |নয়া দিগন্ত

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বরগুনার বামনায় মেলা, সাংস্কৃতিক ও শিক্ষার্থীদের প্রতিযোগিতা অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় বামনা উপজেলা পরিষদ সম্মেলন হলরুমে উপজেলা পরিষদ প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো: পলাশ আহমেদ বিজয়ীদের এ পুরস্কার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কমিটির আহ্বায়ক বামনা উপজেলা সমাজসেবা অফিসার মো: মাহমুল হাসিব। আরো ছিলেন বামনা প্রেসক্লাব সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া, উপজেলা মফস্বল সাংবাদিক ফোরাম সভাপতি মো: নাসির মোল্লা, বামনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও বণিক সমিতির সাধারণ সম্পাদক রায়হান নাজির ধলু, উপজেলা যুব জামায়াতের সহ-সভাপতি মো: আসাদুল হক সোহাগ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: সজিব হোসেন মুন্না, ওলামা দলের সাংগঠনিক সম্পাদক মো: এইচ এম আল আমিন, সাংবাদিক মো: মাসুদ রেজা ফয়সাল, মো: আল আমিন হোসেন, প্রদেশ মিস্ত্রি প্রমুখ।