ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মারা যাওয়া উক্যচিং মারমার (১৪) লাশ রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া গ্রামে পৌঁছেছে।
মঙ্গলবার (২২ জুলাই) পারিবারিক সূত্রে জানায়, উক্যচিং মারমার লাশ রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় নিজ বাড়িতে অন্ত্যেষ্টিক্রিয়া করা হবে।
জানা গেছে, উক্যচিং মারমা মাইলস্টোন স্কুলের ইংলিশ মিডিয়ামের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গতরাত আনুমানিক ২টার দিকে মারা যায় উক্যচিং মারমা। তার বাবা উসাইমং মারমা রাজস্থলী উপজাতীয় আবাসিক উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে রাজধানী ঢাকার উত্তরায় একটি এফ-৭ মডেলের প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।