ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সদর আসনে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ, পথসভায় ও লিফলেট বিতরণ করা হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) বিকালে বগুড়া পৌরসভার ১৮নম্বর ওয়ার্ডের বিসিক, ফুলবাড়ি ও ফুলবাড়ী মধ্যপাড়া এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য ধানের শীষে ভোট চেয়ে মিছিল, গণসংযোগ, লিফলেট বিতরণ পথসভা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
বগুড়া জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
তিনি বলেন, বগুড়ায় যেসকল উন্নয়ন দেখতে পাচ্ছেন এগুলো কাজ তারেক রহমানের নেতৃত্বে হয়েছে। উন্নত রাষ্ট্র গঠনে তারেক রহমানের ধানের শীষে ভোট দিন। বগুড়া সদরের মানুষ তারেক রহমানকে ভোট দিতে অধির আগ্রাহে আছেন। উন্নত রাষ্ট্র গঠনে বিএনপি ৩১ দফা বাস্তবায়ন করবে। ৩১ দফায় সাধারণ মানুষ, চাকুরীজীবী, শ্রমিকসহ সকলের কথা আছে এটি বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। এখন একটি দল ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে বোকা বানাতে চায় ভোট নেওয়ার জন্য। আপনারা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।
এসময় উপস্থিত ছিলেন- বগুড়া জেলা বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক ও সাবেক কাউন্সিলর শাহ মো: মেহেদী হাসান হিমু, জেলা বিএনপির তাঁতী সম্পাদক সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, আব্দুল গফুর দারা, হাসানুজ্জামান পলাশ, সুলতান আহমেদ, সোহেল রানা সুমন, সহিদুল, রাঙ্গা, ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার, মো: আশরাফুল ইসলাম, আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ নাহিদ ও আরিফিন খালিদ।



