বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় একটি হাইজিন কর্নারের উদ্বোধন করা হয়।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাইজিন কর্নারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো: ইব্রাহীম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মেহেদী হাসান, গৌরনদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো: গিয়াস উদ্দিন মিয়া, চাঁদশী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর মোল্লা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য গাজী রফিকুল ইসলাম জুয়েল।
সহকারী শিক্ষক শরিফুল ইসলাম শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী শিক্ষক অমৃত রায়, আবু হানিফ, শিশির সরকার, গিয়াস উদ্দিনসহ অন্যরা।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।



