সাজেক থেকে ফেরার পথে জিপ খাদে, নিহত ১ আহত ১২

এ ঘটনায় আরো ১২ পর্যটক মারাত্মকভাবে আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলক চক্রবর্তী, রাঙ্গামাটি

Location :

Rangamati
রাঙ্গামাটির বাঘাইছড়িতে খাদে পড়ে যাওয়া জিপ গাড়ি
রাঙ্গামাটির বাঘাইছড়িতে খাদে পড়ে যাওয়া জিপ গাড়ি |নয়া দিগন্ত

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে হাউজ পাড়া এলাকায় জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গভীর খাদে পরে রিংকি বেগম (২৩) এক নারী পর্যটক নিহত হয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দুইপায় পাহাড়ে দুর্ঘটনাটি ঘটে। নিহত রিংকি গাইবান্ধা জেলার বাসিন্দা।

এ ঘটনায় আরো ১২ পর্যটক মারাত্মকভাবে আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

এ বিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্তমকর্তা (ওসি) কানন সরকার বলেন, ‘সাজেক ভ্যালি পুলিশ ক্যাম্পের সদস্যরা দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে সহযোগিতা করে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।’