হাকিমপুর প্রেস ক্লাবের নেতৃত্বে মিলন-কবির

শনিবার সন্ধ্যায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন হাকিমপুর প্রেস ক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এ কে এম শরিফুল ইসলাম।

Location :

Dinajpur
মিলন ও কবির
মিলন ও কবির |নয়া দিগন্ত

হিলি (দিনাজপুর) সংবাদদাতা

দিনাজপুরের হাকিমপুর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে কালেরকণ্ঠ ও বৈশাখী টেলিভিশনের হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলন সভাপতি এবং দৈনিক নয়া দিগন্ত ও যমুনা টেলিভিশনের হিলি প্রতিনিধি মুরাদ ইমাম কবির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন হাকিমপুর প্রেস ক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এ কে এম শরিফুল ইসলাম।

জানা যায়, হাকিমপুর প্রেস ক্লাবের ৩৭ জন ভোটারের মধ্যে ৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

এতে গোলাম মোস্তাফিজার রহমান মিলন ২০ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো: জাহিদুল ইসলাম পেয়েছেন ১৬ ভোট। সাধারণ সম্পাদক পদে মুরাদ ইমাম কবির ২৪ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন বুলু পেয়েছেন ১২ ভোট।

অন্য নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি মো: সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: সামসুল হুদা, সাংগঠনিক সম্পাদক মো: মাসুদুল হক রুবেল, দফতর সম্পাদক মো: নুরুজ্জামান হোসেন, কার্যনির্বাহী সদস্য মো: শাহিনুর ইসলাম, অজয় কুমার মানি ও মোকছেদুল মোমিন মোয়াজ্জেম।

এছাড়া চারটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- কোষাধ্যক্ষ হালিম আল রাজি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল কুদ্দুস, সাহিত্য, সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক এইচ এম আওলাদ মণ্ডল এবং ধর্ম, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক আলম হোসেন অলি।