ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৫ সালের এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২০৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপবৃত্তি দিয়েছে ‘মাজেদ বাবু ফাউন্ডেশন।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পৌর সদরের জেলা পরিষদ অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ হাসিবুল হাসান চৌধুরী।
এ ছাড়াও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, এ কে এম হারুন অর রশিদ, শরিফ আবেদীন জায়েদী, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, উপবৃত্তি ও উপহার তুলে দেন অতিথিরা।
শিক্ষার্থীদের করতালি, হাসি–আনন্দ আর উচ্ছ্বাসে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে প্রাণবন্ত। সন্তানদের সাফল্যে উচ্ছ্বসিত অভিভাবকেরাও আনন্দে মেতে ওঠেন। অনুষ্ঠানে অংশ নেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা।