স্থগিত করা বাউবির এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবার

বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: খালেকুজ্জামান খান জানান, নতুন সূচি অনুযায়ী, এদিন শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি)
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) |ইন্টারনেট

অনিবার্য কারণে স্থগিত হওয়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) পরিচালিত এইচএসসি প্রোগ্রাম-২০২৫ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (কোড: HSC-1885) বিষয়ের পরীক্ষা আগামী শনিবার (৯ আগস্ট) অনুষ্ঠিত হবে।

বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: খালেকুজ্জামান খান জানান, পূর্বনির্ধারিত ১৮ জুলাইয়ের ওই পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

নতুন সূচি অনুযায়ী, এদিন শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি আরো জানান, অন্য পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্য সব পরীক্ষা যথারীতি চলবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথাযথ প্রস্তুতি নেয়ার অনুরোধ জানিয়েছে। পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও আঞ্চলিক, উপ-আঞ্চলিক কেন্দ্র থেকে জানা যাবে।