ফরমুলা এসএই জাপান ২০২৫-এ রুয়েটের ‘টিম ক্র্যাক প্লাটুন’

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
রুয়েটের ‘টিম ক্র্যাক প্লাটুন’
রুয়েটের ‘টিম ক্র্যাক প্লাটুন’ |নয়া দিগন্ত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উদ্ভাবনী শিক্ষার্থী দল ‘টিম ক্র্যাক প্লাটুন’ বর্তমানে জাপানে অবস্থান করছে। তারা অংশ নিচ্ছে ‘ফরমুলা এসএই জাপান ২০২৫’ প্রতিযোগিতায়, যেখানে দক্ষিণ এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছে দলটি।

আজ সোমবার থেকে আগামী ১৩ সেপ্টেম্বর জাপানের ‘আইচি স্কাই এক্সপো’ ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা। রুয়েটের দলটি এবার তাদের নতুন প্রকল্প ‘সিপি-এ্যাস্ট্রিয়ন’ নিয়ে অংশ নিচ্ছে। উন্নত ব্যাটারি প্রযুক্তি, লাইট ওয়েট কম্পোজিট বডি এবং এরোডায়ানামিক উইং সমন্বিত এই গাড়িটি ইতোমধ্যে আন্তর্জাতিক মানদণ্ডে যাচাই করা হয়েছে। বিশ্বখ্যাত প্রতিষ্ঠান টেসলা সরাসরি তাদের ব্যাটারি প্রযুক্তি স্পন্সর করেছে।

রুয়েটের ভিসি অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক এক বিবৃতিতে টিমটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, রুয়েট বরাবরই উদ্ভাবন ও গবেষণাকে উৎসাহ দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের পাশাপাশি বিশ্ব পরিমণ্ডলে তাদের স্বাক্ষর রেখে চলেছে। ‘টিম ক্র্যাক প্লাটুন’-কে আন্তর্জাতিক মঞ্চে পাঠাতে পেরে রুয়েট পরিবার গর্বিত। তাদের সৃজনশীলতা ও উদ্ভাবিত প্রযুক্তি মানব সভ্যতাকে বিকশিত করবে এবং রুয়েটের পাশাপাশি বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।

উল্লেখ্য, রুয়েটের এই উদ্ভাবনী দল এর আগে ২০১৬ সালে ‘কোয়াড বাইক চ্যালেঞ্জ’, ২০১৭ ও ২০১৯ সালে ‘ফরমুলা এসএই জাপান’, ২০২৩ সালে ‘ফরমুলা এসএই সুইজারল্যান্ড’ এবং ২০২৪ সালে ‘ফরমুলা ভারত’ প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্যের ছাপ রেখেছে।