নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিবেশ দূষণের অভিযোগে এসিআই সল্টকে ২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রূপগঞ্জ উপজেলার সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) মো: তারিকুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে রূপগঞ্জ থানা পুলিশ ও পরিবেশ অধিদফতর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। এ সময় পরিবেশ অধিদফতরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রয়োজনীয় প্রসিকিউশন প্রদান করেন।
পরিবেশ অধিদফতর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ জানান, অভিযানের সময় দেখা যায়, মুড়াপাড়া এলাকায় অবস্থিত এসিআই সল্ট লিমিটেড কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা লঙ্ঘন করছে। পরিবেশের জন্য ক্ষতিকর এ কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হয়। পরে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠান থেকে ২ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
তিনি আরো জানান, পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জ জেলার শিল্পাঞ্চলগুলোতে পরিবেশ দূষণ একটি বড় সমস্যা, যা দীর্ঘদিন ধরে স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।