রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের বাগমারায় মোটরসাইকেল দুর্ঘটনায় পলাশ কাজী (১৯) নামে এক যুবক নিহত হয়েছে। এছাড়া দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যার দিকে সদর উপজেলার বাগমারা ইউনিয়নের সাগর রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পলাশ একই এলাকার ছাকেন কাজীর ছেলে বলে জানা গেছে। এদিকে দুর্ঘটনায় গুরুতর আহত নিরব পাটোয়ারীকে (১৮) আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পাংশা হাইওয়ে খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।
ঘটনায় নিহতের সাথে থাকা স্থানীয় বাসিন্দা নাজমুল ও স্থানীয় সূত্রে জানা যায়, পলাশ ও নিরব মোটরসাইকেলযোগে বাগমারা মোড় থেকে চন্দনী এলাকায় যাওয়ার পথে সাগর রাইস মিলের সামনে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে পলাশ কাজী মারা যান।



