মুন্সীগঞ্জ-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

২ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় মামলার তথ্য গোপনের অভিযোগে মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক (ডিসি) সৈয়দা নুরমহল আশরাফী মুফতি নুর হোসাইন নুরানীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছিলেন।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি নুর হোসাইন নুরানীর মনোনয়ন বৈধ ঘোষণা
বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি নুর হোসাইন নুরানীর মনোনয়ন বৈধ ঘোষণা |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি নুর হোসাইন নুরানীর মনোনয়নপত্র আপিল শুনানি শেষে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে আসনটিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তার আর কোনো আইনগত বাধা থাকল না।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে কমিশন এই সিদ্ধান্ত দেয়। এই আসনে জামায়াত থেকে কোনো প্রার্থীর মনোনয়নপত্র জমা না দেয়ায় ভোটারদের মাঝে হতাশা বিরাজ করছিল।

এর আগে, গত ২ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় মামলার তথ্য গোপনের অভিযোগে মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক (ডিসি) সৈয়দা নুরমহল আশরাফী মুফতি নুর হোসাইন নুরানীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছিলেন। রিটার্নিং অফিসারের ওই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন মুফতি নুর হোসাইন। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে শুনানি শেষে কমিশন তার আপিল মঞ্জুর করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মুফতি নুর হোসাইন নুরানী বলেন, ‘আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এখন আমি পুরোদমে নির্বাচনি মাঠে নামব।’

স্থানীয় রাজনৈতিক মহলের মতে, মুফতি নুরানীর প্রার্থিতা ফিরে পাওয়ায় মুন্সীগঞ্জ-৩ আসনের নির্বাচনি পরিস্থিতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। তিনি জামায়াত-এনসিপি সমর্থিত ১০ দলীয় জোটের সমর্থনে নির্বাচনে অংশ নিতে পারেন বলে জানা গেছে।