ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

শনিবার সন্ধ্যায় উপজেলার শিলখুড়ি ইউনিয়নের শালজোর ঘাটপাড় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Kurigram
কুড়িগ্রামের ম্যাপ
কুড়িগ্রামের ম্যাপ |ফাইল ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রলির ধাক্কায় আতাব আলী (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শিলখুড়ি ইউনিয়নের শালজোর ঘাটপাড় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আতাব আলী পেশায় ঘোড়ারগাড়ি চালক। তিনি শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের মরহুম ইনতাজ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, গত শনিবার সন্ধ্যায় তিনি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রলি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

শিলখুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা করা হবে।