মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনারোধে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী সদর উপজেলার ঘটকচর, মোস্তফাপুর, কলাবাড়িসহ বিভিন্ন স্থানে এই অভিযান চালান মোস্তফাপুর হাইওয়ে থানা পুলিশের সদস্যরা। এ সময় অবৈধ ১২টি যানবাহন জব্দ এবং চারটি যানবাহনে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।
মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচল নিষিদ্ধ থাকা সত্ত্বেও প্রতিদিনই মহাসড়ক দিয়ে চলাচল করছে ইজিবাইক, মাহিন্দ্রাসহ তিন চাকার যানবাহন। এতে বাড়ছে দুর্ঘটনা। দুর্ঘটনারোধে অভিযান চালায় হাইওয়ে থানা পুলিশ।
এ সময় ১২টি ইজিবাইক জব্দ করা হয়। তিন ইজিবাইক চালককে ২৫০০ টাকা করে মোট সাত হাজার ৫০০ টাকা এবং একটি প্রাইভেটকারের কাগজপত্র সঠিক না থাকায় ২৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।



