মাদারীপুরে মহাসড়কে দুর্ঘটনারোধে হাইওয়ে পুলিশের অভিযান, ১২টি ইজিবাইক জব্দ

ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচল নিষিদ্ধ থাকা সত্ত্বেও প্রতিদিনই মহাসড়ক দিয়ে চলাচল করছে ইজিবাইক, মাহিন্দ্রাসহ তিন চাকার যানবাহন। এতে বাড়ছে দুর্ঘটনা। দুর্ঘটনারোধে অভিযান চালায় হাইওয়ে থানা পুলিশ। এ সময় ১২টি ইজিবাইক জব্দ করা হয়। তিন ইজিবাইক চালককে ২৫০০ টাকা করে মোট সাত হাজার ৫০০ টাকা এবং একটি প্রাইভেটকারের কাগজপত্র সঠিক না থাকায় ২৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
সড়ক দুর্ঘটনা রোধে অভিযান চালাচ্ছে হাইওয়ে পুলিশের
সড়ক দুর্ঘটনা রোধে অভিযান চালাচ্ছে হাইওয়ে পুলিশের |নয়া দিগন্ত

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনারোধে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী সদর উপজেলার ঘটকচর, মোস্তফাপুর, কলাবাড়িসহ বিভিন্ন স্থানে এই অভিযান চালান মোস্তফাপুর হাইওয়ে থানা পুলিশের সদস্যরা। এ সময় অবৈধ ১২টি যানবাহন জব্দ এবং চারটি যানবাহনে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।

মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচল নিষিদ্ধ থাকা সত্ত্বেও প্রতিদিনই মহাসড়ক দিয়ে চলাচল করছে ইজিবাইক, মাহিন্দ্রাসহ তিন চাকার যানবাহন। এতে বাড়ছে দুর্ঘটনা। দুর্ঘটনারোধে অভিযান চালায় হাইওয়ে থানা পুলিশ।

এ সময় ১২টি ইজিবাইক জব্দ করা হয়। তিন ইজিবাইক চালককে ২৫০০ টাকা করে মোট সাত হাজার ৫০০ টাকা এবং একটি প্রাইভেটকারের কাগজপত্র সঠিক না থাকায় ২৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।