শরীয়তপুরের ভেদরগঞ্জে রুপা আক্তার (১৬) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর লাশ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। রুপা পরীক্ষা দেয়ার জন্য বাসা থেকে বের হয়েছিল।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কোড়ালতলি ও মৃধাকান্দি এলাকার মধ্যবর্তী স্থানের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করে ভেদরগঞ্জ থানা পুলিশ।
রুপা আক্তার একই ইউনিয়নের চর কোড়ালতলী এলাকার মান্নান ঢালীর মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রুপা স্থানীয় দারুল ফয়েজ ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী ছিল। প্রতিদিনের ন্যায় আজ বৃহস্পতিবার সকালে পরীক্ষা দিতে বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার জন্য বের হয় সে। কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেলেও রুপা অংশ না নেয়ায় শিক্ষকরা তার বাড়িতে খবর পাঠায়। এরপর পরিবার ও তার স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে ৩টার দিকে কোড়ালতলি ও মৃধাকান্দি এলাকার মধ্যবর্তী স্থানের একটি ডোবায় তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম বলেন, ‘একটি ডোবা থেকে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। মেয়েটি পরীক্ষা দেয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে সকালে বের হয়েছিল বলে জানতে পেরেছি। তার মুখের বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’