বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের হরিণখোলা ছিএনএ দাখিল মাদরাসার মাঠে ধানের বীজতলা করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো: জসিম উদ্দিন মোল্লা। এতে শিক্ষার্থীদের খেলাধুলা, শরীরচর্চা ও চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।
সরেজমিন ঘুরে দেখা গেছে, জাতীয় পতাকা উত্তোলিত মাদারাসার শ্রেণিকক্ষে চলছে পাঠদান, তবে মাঠজুড়ে পোঁতা হয়েছে খুঁটি, টানা হয়েছে জাল, যার ভেতরেই তৈরি করা হয়েছে ধানের বীজতলা। এর ফলে মাদরাসার নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ বন্ধ হয়ে গেছে।
এ বিষয়ে মাদরাসার সুপারিনটেনডেন্ট মো: মুজ্জাম্মেল হুসাইন বলেন, ‘মাঠে ইউপি সদস্য নিজ উদ্যোগে বীজতলা করেছেন। আমার সাথে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি, অনুমতি তো নয়ই।’
অভিযুক্ত ইউপি সদস্য মো: জসিম উদ্দিন মোল্লা বলেন, ‘ওই বীজতলা এলাকার এক চাষি আল-আমিন করেছেন। তিনি বিপদে আছেন, তাই আমি অনুমতি দিয়েছি।’
এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, ‘বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’