নরসিংদীতে ভূমিকম্পের সময় আহত দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া জেলার বিভিন্ন স্থান থেকে ৬৭ জন আহত ব্যক্তি এখন পর্যন্ত নরসিংদী মেডিক্যালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
নরসিংদী মেডিক্যালের বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করেছে বিবিসি।
বিবিসি জানায়, জেলার গাবতলী এলাকায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে একই পরিবারের ছয়জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত দুইজনকে ঢাকায় পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ওমর মিয়া নামে একজনের মৃত্যু হয়।
এছাড়া নরসিংদীর পলাশে ভূমিকম্পের সময় মাটির দেয়াল ধসে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে স্থানীয় প্রশাসনের বরাতে জানায় সংবাদমাধ্যমটি।



