সিরাজগঞ্জ-৩ আসন

তৃণমূলের মতামতের ভিত্তিতে বিএনপির প্রার্থী মনোনয়ন দাবি

সিরাজগঞ্জ–৩ আসনে তৃণমূলের মতামত ও পূর্ণাঙ্গ তদন্তের ভিত্তিতে বিএনপির যোগ্য প্রার্থী মনোনয়ন দেয়ার দাবিতে রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নে আলোচনা সভা ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

Location :

Raiganj
রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নে বিএনপির একাংশের গণজমায়েত
রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নে বিএনপির একাংশের গণজমায়েত

সিরাজগঞ্জ–৩ আসনে তৃণমূলের মতামত ও পূর্ণাঙ্গ তদন্তের ভিত্তিতে বিএনপির যোগ্য প্রার্থী মনোনয়ন দেয়ার দাবিতে রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নে আলোচনা সভা ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪ টায় বিএনপির একাংশের আয়োজনে এ গণজমায়েত অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ–৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মহর ও সঞ্চালনা করেন সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, নলকা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, চান্দাইকোনা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা আকন্দ, হাসান ইমনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে লেলিন বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং সংগঠনকে পুনর্গঠনের লক্ষ্যেই আমরা কাজ করছি।

সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।