পার্বত্য চট্টগ্রামে আখ, তুলা, কফি ও কাজুবাদাম চাষে নতুন পরিকল্পনা

‘পাহাড়ি অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনে চলমান প্রকল্পসমূহকে আরো কার্যকর করতে বিভিন্ন উদ্যোগ নেয়া হবে।’

পুলক চক্রবর্তী, রাঙ্গামাটি

Location :

Rangamati
রাঙ্গামাটিতে আখ চাষ
রাঙ্গামাটিতে আখ চাষ |নয়া দিগন্ত

পার্বত্য চট্টগ্রামে কৃষিভিত্তিক অর্থনৈতিক উন্নয়নে আখ, তুলা, কফি ও কাজুবাদাম চাষে আরো গতি আনতে নতুন পরিকল্পনা হাতে নেয়া হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অনুপ কুমার চাকমা।

তিনি বলেছেন, পাশাপাশি পাহাড়ি অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনে চলমান প্রকল্পসমূহকে আরো কার্যকর করতে বিভিন্ন উদ্যোগ নেয়া হবে।

রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২০২৪-২৫ অর্থ বছরের পরিচালনা বোর্ডের চতুর্থ পর্যালোচনা সভায় তিনি এসব পরিকল্পনার কথা জানান।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের জনসংযোগ শাখা সূত্রে এ তথ্য জানা গেছে। এ সময় সভায় সভাপতিত্ব করেন মেজর জেনারেল অনুপ কুমার চাকমা।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সূত্রে জানা গেছে, পরিকল্পনা কমিশন অনুমোদিত তুলা চাষ প্রকল্প, পার্বত্য চট্টগ্রামে কফি ও কাজুবাদাম চাষ প্রকল্প, সুগারক্রপ চাষাবাদ জোরদারকরণ প্রকল্প, রাঙ্গামাটির সেচ অবকাঠামো নির্মাণ এবং রোয়াংছড়ি-রুমা পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক শামীম আরা রিনিসহ সভায় বোর্ডের সদস্য-পরিকল্পনা সুমন বড়ুয়া, উপসচিব ও ভাইস-চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) জাহিদ ইকবাল, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সামছুল হক এবং জেলা পরিষদের প্রতিনিধি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ গুণগত শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে তিন পার্বত্য জেলার বিভিন্ন বিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী গরীব ও অসচ্ছল নবম ও দশম শ্রেণি এবং সমমান পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের নিমিত্ত বাস্তবায়নযোগ্য স্কিম গ্রহণপূর্বক উদ্যোগ গ্রহণের জন্য প্রস্তাব দেন। পাশাপাশি তিন পার্বত্য জেলার জেলা প্রশাসকগণ পাহাড়ের পর্যটন উন্নয়নে পর্যটকদের জন্য নান্দনিক অবকাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

এ সময় সভায় বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল অনুপ কুমার চাকমা, পরিচালনা বোর্ড সদস্যদের মতামত ও সুপারিশকে স্বাগত জানান। তিনি চলমান উন্নয়ন কার্যক্রমের গুণগত মান নিশ্চিত করতে সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।