পটুয়াখালীর দশমিনা উপজেলায় সজিব কম্পিউটার সেন্টারে ভূমিসেবা সহায়তার কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (৬ জুলাই) দুপুরে উপজেলার পোস্ট অফিস সংলগ্ন সজিব কম্পিউটার সেন্টারের এ ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: মুসফিকুর রহমান, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মিন্টু চন্দ্র, আইসিটি কর্মকর্তা সৌমিত্র বিশ্বাস ও উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা নির্বাহী মো: সাইদুর রহমানসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা, কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান বলেন,‘ভুমি সেবার মান উন্নয়নে এবং গ্রাহক যাতে প্রতারিত না হয় সে জন্য পটুয়াখালী জেলায় আটটি উপজেলায় এই ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। এখান থেকে সরকার নির্ধারিত ফি’র মাধ্যমে নামজারি, মিউটিশন, ই-নথি,খতিয়ানসহ সকল ভূমি সেবা প্রদান করা হবে। ভূমি গ্রাহকদের আর ভূমি অফিসে গিয়ে সামান্য কাজের জন্য অপেক্ষা করতে হবে না। ভূমি সেবা গ্রাহকরা যাহাতে কোনো প্রকার হয়রানি না হয় তার জন্য সততা ও নিষ্ঠার সথে কাজ করার পরামর্শ দেন।’