বিভিন্ন আয়োজনে কমলগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস- ২০২৫ উদযাপন করেছে কমলগঞ্জ উপজেলা প্রশাসন।

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

Location :

Maulvibazar
বিভিন্ন আয়োজনে কমলগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত
বিভিন্ন আয়োজনে কমলগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত |নয়া দিগন্ত

যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস- ২০২৫ উদযাপন করেছে কমলগঞ্জ উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে কমলগঞ্জ কেন্দ্রীয় শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

ভোর সাড়ে ৭টার দিকে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো: আসাদুজ্জামান ও কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়ালের নেতৃত্বে ধলই চা বাগানে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধে, কামুদপুর মুক্তিযোদ্ধা কবরস্থান, দেওড়াছড়া চা বাগান বধ্যভূমি ও শমশেরনগর বধ্যভূমিতে পুষ্পার্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো: আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল।

দিবসটি উপলক্ষে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন এবং প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং শহরের প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকায় সজ্জিত করা হয়।

সকাল ৯টায় কমলগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। পরে বেলা সাড়ে ১২টায় স্কুল মাঠে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়।

এ ছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ভিত্তিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও বিশেষ প্রার্থনা করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে হাসপাতাল, এতিমখানা, কারাগার, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রম, ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু দিবাযত্ন কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

এছাড়াও মহান বিজয় দিবসের অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।