চট্টগ্রামের হাটহাজারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সরোয়ার উদ্দীন (৩৮) ও স্বরবিন্দু (৭৪) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত মোহাম্মদ সরোয়ার উদ্দীন উপজেলার মেখল ইউনিয়নের আনন্দবাজার এলাকার তোরাফ উদ্দীন বাড়ির মরহুম শাহ আলমের ছেলে। অন্যদিকে নিহত স্বরবিন্দু ধলই ইউনিয়নের এনায়েতপুর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর হাটহাজারী পৌরসভার বাস স্টেশন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই সন্তানের জনক সরোয়ার উদ্দীন গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেখলের ইউপি সদস্য মো: সবুজ এবং নিহতের খালাতো ভাই সাখায়াত বুধবার বিষয়টি নিশ্চিত করে তারা জানান, বুধবার বাদ জোহর মেখল আনন্দবাজারস্থ ইমাম শেরে বাংলা (রহ.) এর পুরাতন বাড়ির আল্লামা গাজী শেরে বাংলা (রহ.) জামে মসজিদ সংলগ্ন মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সরোয়ার উদ্দীনকে দাফন করা হয়েছে।
এর আগে সোমবার বিকেলে ধলই ইউনিয়নের এনায়েতপুরস্থ কালিবাড়ি এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন বৃদ্ধ স্বরবিন্দু। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়।
সড়ক দুর্ঘটনার বিষয়ে জানতে নাজিরহাট এবং রাউজান হাইওয়ে থানার ইনচার্জদের মুঠোফোনে বুধবার সকালে একাধিকবার কল করা হলেও তারা রিসিভ করেননি।



