বড়লেখা সীমান্ত দিয়ে ১৭ রোহিঙ্গাসহ ১৮ জনকে পুশইন বিএসএফের

বিজিবির হাতে আটক

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সীমান্তবর্তী শাহবাজপুর চা-বাগান থেকে তাদের আটক করা হয়।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Barlekha
নয়া দিগন্ত

মৌলভীবাজার জেলার বড়লেখা সীমান্ত এলাকা থেকে ১৭ জন রোহিঙ্গাসহ ১৮ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারত থেকে সীমান্ত দিয়ে অবৈধভাবে তাদের পুশইন করা হয় বলে আটক ব্যক্তিরা দাবি করেছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সীমান্তবর্তী শাহবাজপুর চা-বাগান থেকে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের সীমান্ত থেকে ৫০০ গজ অভ্যন্তরে শাহবাজপুর চা-বাগানে ঘোরাঘুরি করতে দেখে বিজিবির টহল দল। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে ভারত থেকে অবৈধ পথে ঠেলে পাঠানোর কথা জানান তারা। এ সময় সন্দেহভাজন এই ১৮ জনকে আটক করা হয়। তাদের মধ্যে একজন বাংলাদেশী এবং নারী-শিশুসহ ১৬ জন রোহিঙ্গা রয়েছেন।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।