‘শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে’

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। যোগ্যতম লোককে যোগ্য চেয়ারে বসাতে হবে।

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Tangail
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী |নয়া দিগন্ত

শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা কলেজের হলরুমে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। যোগ্যতম লোককে যোগ্য চেয়ারে বসাতে হবে।’

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠাননি উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ও ইসলামী ইতিহাস বিভাগের অধ্যাপক মো: ফজলুল হক।

এছাড়া এসএম মহসীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো: আতিকুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী এজাজ খান রুবেল, ডিএম শওকত আকবর, সাবেক কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, ডিএম শফিকুল ইসলাম ফরিদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে আবুল কালাম আজাদ সিদ্দিকী একশত আশিজন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন।