রংপুর সেনানিবাসে সশস্ত্রবাহিনী দিবস উদযাপন

‘মহান মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা প্রত্যেকটি ক্রান্তিকাল ও দুর্যোগ সময়ে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। এই ধারা অব্যাহত থাকবে।’

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো
সেনানিবাসে সশস্ত্রবাহিনী দিবস উদযাপন
সেনানিবাসে সশস্ত্রবাহিনী দিবস উদযাপন |নয়া দিগন্ত

রংপুর সেনানিবাসে কেক কেটে ও মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদানের মাধ্যমে উদযাপন করা হলো সশস্ত্রবাহিনী দিবস।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টার দিকে সেনানিবাসের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।

স্বাগত বক্তব্যে তিনি বলেন, ‘দেশ ও জাতি তাকিয়ে আছে একটি সুষ্ঠু, সুন্দর ও অবাধ নির্বাচনের দিকে। আপনারা যদি আমাদের সাথে থাকেন তবে আমরা জাতিকে একটি অসাধারণ, অভূতপূর্ব ও দৃষ্টান্তমূলক নির্বাচন উপহার দিতে পারব ইনশাআল্লাহ।’

তিনি আরো বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা প্রত্যেকটি ক্রান্তিকাল ও দুর্যোগ সময়ে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। এই ধারা অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার, জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সামরিক বাহিনীর প্রাক্তন সদস্য, সমাজের বিশিষ্ট ব্যক্তি ছাড়াও সামরিক কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও মিলিনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।