সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে বীরাঙ্গনা কাকন বিবির জামাতাসহ ২ জন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৫ জন।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার স্থানীয় লক্ষ্মীপুর খেলার মাঠে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে জিরাগাঁও গ্রামের বীরঙ্গনা কাকন বিবির মেয়ের স্বামী (জামাতা) ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নানের ছেলে আব্দুল মতিন (৪৫) এবং লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আকবর আলী (৩৫) নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুজন নিহতের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে আছে।