চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় কৃষিজমির টপ সয়েল কাটার অপরাধে আবদুল হামিদ (৪০) নামের এক ব্যক্তিকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
সোমবার (২২ ডিসেম্বর) জেলা সহকারী কমিশনার (ভূমি) ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদণ্ড করেন।
স্কেবেটর দিয়ে জমির টপ সয়েল কেটে নিয়ে যাওয়ার সময় সরেজমিনে গিয়ে তিনি এ অর্থদণ্ড প্রদান করেন।
ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান জানান, বিনা অনুমতিতে কৃষিজমির টপ সয়েল কাটা অপরাধ।



