বড়লেখায় ছয় শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ছয় শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা দেয়া হয়।

ফয়সাল আহমেদ, বড়লেখা (মৌলভীবাজার)

Location :

Maulvibazar
শিক্ষার্থীদের সংবর্ধনা দেয় ছাত্রশিবির
শিক্ষার্থীদের সংবর্ধনা দেয় ছাত্রশিবির |নয়া দিগন্ত

মৌলভীবাজারের বড়লেখায় ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারীসহ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ছয় শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা দেয়া হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বড়লেখা জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেয়া হয়।

উপজেলার শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমান এবাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার ও ফাউন্ডেশন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি রেজাউল করিম, মৌলভীবাজার জেলা সভাপতি এম ফরিদ উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মো: এমদাদুল ইসলাম, নায়েবে আমির ফয়ছল আহমদ, শাস্ট শিবিরের বর্তমান সেক্রেটারি মাসুদ রানা তুহিন, শিবিরের সাবেক জেলা সভাপতি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন ও আব্দুস সামাদ।

অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুহাম্মাদীয়া ফাজিল ডিগ্রি মাদরাসার ইংরেজি প্রভাষক তারেক আহমদ। শুভেচ্ছা বক্তব্য দেন ছাত্রশিবিরের বিভিন্ন থানা শাখার সভাপতি ও নেতৃবৃন্দ। এদিকে কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এহতেশাম আবিদ খান ও ফারিহা আক্তার।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে জলপ্রপাত শিল্পী গোষ্ঠী বড়লেখা। বর্ণাঢ্য এ আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের প্রতি শ্রদ্ধা ও আদর্শবান ভবিষ্যতের জন্য প্রতিশ্রুতি তৈরির বার্তা ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উত্তর শাখার সভাপতি কাউছার আহমদ।