দৌলতপুরে বজ্রপাতে ১১টি মহিষের মৃত্যু

রাত সাড়ে ৩টার দিকে বৃষ্টির সাথে বজ্রপাত হলে স্থানীয় মো: নবির ঘোষের ১০টি ও মো: এলাহী ঘোষের ১টি মহিষের মৃত্যু হয়।

আহাদ আলী নয়ন, দৌলতপুর (কুষ্টিয়া)

Location :

Daulatpur
দৌলতপুরে বজ্রপাতে দুই কৃষকের ১১টি মহিষের মৃত্যু হয়েছে।
দৌলতপুরে বজ্রপাতে দুই কৃষকের ১১টি মহিষের মৃত্যু হয়েছে। |নয়া দিগন্ত

কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে দুই কৃষকের ১১টি মহিষের মৃত্যু হয়েছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সীমান্ত-সংলগ্ন চিলমারী ইউনিয়নের বাংলাবাজার উদয়নগর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাংলাবাজার এলাকার উদয়নগর মাঠের মধ্যে একটি বাথানের অনেকগুলো মহিষ রাখা ছিল। রাত সাড়ে ৩টার দিকে বৃষ্টির সাথে বজ্রপাত হলে স্থানীয় মো: নবির ঘোষের ১০টি ও মো: এলাহী ঘোষের ১টি মহিষের মৃত্যু হয়। এ সময় আরো কয়েকটি মহিষ অসুস্থ হয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো মানুষ হতাহত হয়নি।

চিলমারী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: নুরুজ্জামান শেখ বলেন, বজ্রপাতে মৃত্যু হওয়া মহিষের দাম প্রায় ৩০ লাখ টাকা।