সাভারে হেফাজত নেতা মাওলানা আলী আকবর কাসেমী

বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে ইসকনের অপরাধের বিচার করতে হবে

‘উগ্র হিন্দত্ববাদী ইসকন ইন্ডিয়ার অ্যাজেন্ট হিসেবে মুসলমানদের বিরুদ্ধে নানা অন্তর্ঘাতমূলক তৎপরতায় লিপ্ত’ বলে মন্তব্য করেছেন হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
সাভারে হেফাজত নেতা মাওলানা আলী আকবর কাসেমী
সাভারে হেফাজত নেতা মাওলানা আলী আকবর কাসেমী |নয়া দিগন্ত

‘উগ্র হিন্দত্ববাদী ইসকন ইন্ডিয়ার অ্যাজেন্ট হিসেবে মুসলমানদের বিরুদ্ধে নানা অন্তর্ঘাতমূলক তৎপরতায় লিপ্ত’ বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা (উত্তর) হেফাজতের সভাপতি ও যাদুরচর মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী।

শনিবার (৮ নভেম্বর) হেফাজতে ইসলাম বাংলাদেশ সাভার থানার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উপলক্ষে সাভার পৌর এলাকার মামুন কমিউনিটি সেন্টারে হেফাজত সাভার থানা সভাপতি ও যমযম নূর গ্রুপের এমডি হাফেজ মাওলানা নূর মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী এসব কথা বলেন।

মাওলানা আলী আকবর কাসেমী বলেন, ‘পার্শ্ববর্তী রাষ্ট্রের হাইকমিশনের প্রভাব খাটিয়ে ইসকন এদেশের প্রশাসন, আমলা ও গোয়েন্দা বাহিনীর একটি অংশকে ম্যানেজ করে তাদের উগ্র হিন্দুত্ববাদী তৎপরতা জারি রেখেছে। মুসলিম কিশোরী ও তরুণীদের টার্গেট করে তারা ভাগওয়া লাভ ট্রাপের মাধ্যমে ধর্ষণ সহ জঘন্য অপরাধ করছে। গাজীপুরের শিশু আশামনির ওপর বর্বর যৌন নির্যাতন করেছে। ইতিপূর্বে ইসকন প্রকাশ্য দিবালোকে অ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে। আমরা অবিলম্বে ইসকন নিষিদ্ধের দাবি জানাই এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ইসকনের অপরাধের বিচার করতে হবে।’

এসময় তিনি ফিলিস্তিন, সুদান ও ভারতে মুসলমানদের ওপর নির্যাতন ও গণহত্যা বন্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি যথোপযুক্ত পদক্ষেপ নিতে আহ্বান জানান।

তিনি আরো বলেন, ‘সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের উদ্যোগে এবং খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সার্বিক তত্ত্বাবধানে আগামী ১৫ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। ঢাকা জেলা উত্তর থেকে তৌহিদি জনতা মহাসম্মেলনে যোগ দিবে, ইনশাআল্লাহ।’

সম্মেলনে অন্য বক্তারা বলেন, ‘ফ্যাসিবাদী আমলে শাপলা চত্বরে গণহত্যা, মোদিবিরোধী আন্দোলনে হত্যাসহ বিভিন্ন সময় হত্যার দ্রুত বিচার এবং হেফাজত ইসলামের নেতাকর্মীদের নামে দায়েরকৃত অবশিষ্ট মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।’

ঢাকা জেলা (উত্তর) সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম ও সাংগঠনিক সম্পাদক মুফতি আমিনুল ইসলাম কাসেমী ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

সাভার থানার সিনিয়র সহসভাপতি মুফতি নাজমুল হাসান বিন নূরী, সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জী এবং সাংগঠনিক সম্পাদক মুফতি মাহফুজ হায়দার কাসেমীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সাভার ব্যাংক কলোনী মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মাদ আবদুল্লাহ, বলিয়ারপুর মাদরাসার মুহতামিম মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী, জামিয়া মদীনাতুল উলূম আমীনবাজারের মুহতামিম মাওলানা সালীমুল্লাহ, জামিয়া ইসলামিয়া হারুনিয়া মাদরাসার মুহতামিম মুফতি আলী আশরাফ তৈয়ব, ব্যাংক টাউন মসজিদের খতিব মুফতি রফিকুল ইসলাম সর্দার, মুফতি আশরাফ আলী ধামরাই, মুফতি মাঈনুদ্দীন ফরায়েজী আশুলিয়া, আনওয়ারুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা শাহেদ জহিরী, মাওলানা খন্দকার কাওসারুল ইসলাম, মাওলানা বজলুর রহমান বাদশাহ, মাওলানা রুহুল আমীন, মাওলানা মহিউদ্দিন, মুফতি আব্দুল কুদ্দুস, মুফতি জহিরুল ইসলাম, মুফতি মাহমুদুল হাসান আওলাদ,মুফতি সুলতান মাহমুদ, মুফতি আবদুল্লাহ ফিরোজী, মুফতি মারজানুল বারী সিরাজী, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আব্দুল হামিদ, মুফতি আরিফুর রহমান আরাবী, মুফতি মাহমুদ হাসান হাবিবী প্রমুখ।