সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের সাতকানিয়ায় কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশের খুনি বটতল নামক এলাকায় তল্লাশি চালিয়ে এসব ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- গাজীপুরের টঙ্গীর ৪৮নম্বর ওয়ার্ডের এরশাদনগর এলাকার মো: ইউসুফ মাঝির ছেলে মো: হাসান (৩৪) ও চাঁপাইনবাবগঞ্জের এনায়েতপুর দায়মপুরের আনোয়ারুল ইসলামের ছেলে আবদুল কুদ্দুস ফাহাদ (৩২)। এ সময় ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহেদুল ইসলাম জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে কাভার্ড ভ্যানযোগে কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান যাবে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার খুনি বটতল নামক এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে। সকাল ৬টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যানে তল্লাশিকালে বাক্স তৈরি করে বিশেষ কায়দায় রাখা ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় এর সাথে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার বর্তমান বাজার মূল্য আনুমানিক আড়াই কোটি টাকা।
গ্রেফতার আসামিদেরকে আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।