বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে মাদারীপুরের শিবচরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে দ্বিতীয়াখন্ড ইউনিয়ন বিএনপির আয়োজনে দ্বিতীয়াখন্ড উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিবচর উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মো: দাদন মোল্লার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল জামান (নুরুদ্দিন) মোল্লা। কাজী খোকনুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির।
প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন, ‘বাংলাদেশের সর্বস্তরের মানুষ জুলাই বিপ্লবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাস্টিট স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে। মেগা দুর্নীতি করে তিনি দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছেন। আমি আওয়ামী সরকার থাকাকালীন শিবচরে আসতে পারিনি। আমাকে বিভিন্ন ভাবে মামলা-হামলা করে দেশে আসতে দেয়নি। গত ১৬ বছরে আমরা কথাও বলতে পারি নাই। হত্যা, গুম, গ্রেফতার করে আমাদের ওপরে নির্যাতন করা হয়েছে।’
কাজী হুমায়ুন কবির বলেন, ‘২০০১ সালের পর থেকে বাংলাদেশের মানুষ কোনো ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতের মধ্যেই শেষ। দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু করেছিল ফ্যাসিস্ট সরকার। সমগ্র বাংলাদেশকে একটি কারাগার বানিয়েছিল। আয়নাঘরের মতো ভয়ংকর জিনিসও তারা বানিয়েছিল।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-আহ্বায়ক সোরহাব হাওলাদার, যুগ্ম-আহ্বায়ক মজিবুর রহমান, মাদারীপুর জেলা বিএনপির সদস্য আতিকুর রহমান, শিবচর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন সেলিম খান, শিবচর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাজাহান (সাজু মোল্লা), শহিদুল ইসলাম, শাহাদাত হোসেন খান, শিবচর উপজেলা যুবদলের সাবেক সাধারণ-সম্পাদক সাইদুজ্জামান জামাল বেপারী, শিবচর উপজেলা বিএনপির নেতা তাজউদ্দীন মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।