যথাযোগ্য মর্যাদায় শরীয়তপুরে মহান বিজয় দিবস উদযাপন

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীর সূর্যসন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে জেলাবাসীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা প্রদর্শন করেন জেলা প্রশাসক (ডিসি) তাহসিনা বেগম।

শরীয়তপুর প্রতিনিধি

Location :

Shariatpur
যথাযোগ্য মর্যাদায় শরীয়তপুরে মহান বিজয় দিবস উদযাপন
যথাযোগ্য মর্যাদায় শরীয়তপুরে মহান বিজয় দিবস উদযাপন |নয়া দিগন্ত

মহান বিজয় দিবস উপলক্ষে শরীয়তপুরে যথাযোগ্য মর্যাদায় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীর সূর্যসন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে জেলাবাসীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা প্রদর্শন করেন জেলা প্রশাসক (ডিসি) তাহসিনা বেগম।

পরে পর্যায়ক্রমে পুলিশ সুপার (এসপি) রওনক জাহান, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতি দল ও সামাজিক সংগঠন, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।

এরপর সকাল ৭টার দিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতাকর্মীরা ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা মহিষার গণকবর, আটিপাড়া ও মনোহর বাজার মধ্যপাড়া মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ জিয়ারত ও শ্রদ্ধা প্রদর্শন করেন।

সকাল ৯টার দিকে শরীয়তপুর বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ স্টেডিয়ামে জেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

বেলা ১১টার দিকে শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০০ জন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক (ডিসি) তাহসিনা বেগমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক এমপি ও শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাসির উদ্দিন কালু, শরীয়তপুরের পুলিশ সুপার (এসপি) রওনক জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইমরুল হাসান, সিভিল সার্জন ডা: মো: রেহান উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন প্রমুখ।

মহান বিজয় দিবস উপলক্ষে শরীয়তপুরের বিভিন্ন হাসপাতাল, শিশু পরিবার, জেলখানা ও এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বাদ জোহর সকল মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের রূহের মাগফিরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য, জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।