লালপুরে পিকআপ ভ্যানের চাপায় বৃদ্ধ নিহত

সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় ঈশ্বরদী থেকে লালপুরগামী একটি পিকআপ ভ্যান আব্দুর রাজ্জাককে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
নয়া দিগন্ত

নাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের চাপায় আব্দুর রাজ্জাক (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক একই এলাকার মরহুম আব্দুর রহিমের ছেলে বলে জানা গেছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় ঈশ্বরদী থেকে লালপুরগামী একটি পিকআপ ভ্যান আব্দুর রাজ্জাককে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা পিকআপটি আটক করেছে।’