জামালপুরের সরিষাবাড়ীতে অটোবাইকেরচাকায় পিষ্ট হয়ে সেলিম মিয়া (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৯ মে) সন্ধ্যায়র দিকে পৌরসভার তারাকান্দি-সরিষাবাড়ী সড়কে ঝালুপাড়া সেতুপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সেলিম মিয়া উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া গ্রামের ইউনুস মিয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয় জানায়, সন্ধ্যা ৬টার দিকে সেলিম আরামনগর থেকে বাজার করে অটোবাইকযোগে বাড়ি ফিরছিলেন। পথে অটোবাইকটি উলটে খাদে পড়ে যায়। এ সময় অটোবাইকের নিচে পড়ে গুরুতর আহত হয়। তাকে অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাশেদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনিব্যবস্থা নেয়া হবে।



