আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা মো: শফিকুল ইসলাম মোড়ল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) কটিয়াদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: ওসমান গনির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার ও পাকুন্দিয়া উপজেলা আমির মাওলানা আব্দুল জব্বার।
এ সময় কটিয়াদী উপজেলা শাখার নায়েবে আমির সাইদুল হক, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান ও পৌর আমির আনিসুজ্জামান রুবেলসহ জামায়াতের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা জানায়, মাওলানা শফিকুল ইসলাম মোড়ল দীর্ঘদিন ধরে এলাকায় ইসলামী আদর্শ, ন্যায়বিচার ও জনকল্যাণমূলক রাজনীতির পক্ষে কাজ করে যাচ্ছেন। তার মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে কটিয়াদী-পাকুন্দিয়া আসনে নির্বাচনী মাঠে জামায়াতের প্রস্তুতি আরো দৃশ্যমান হলো।
এর আগে এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনিসুজ্জামান খোকন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
কটিয়াদী উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ওসমান গনি জানান, কটিয়াদী উপজেলা হতে এখন পর্যন্ত দু’জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদিকে আসনটিতে নির্বাচনী আমেজ ধীরে ধীরে জোরালো হয়ে উঠছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।



