চট্টগ্রামের ফটিকছড়িতে বিদেশী অস্ত্র, গুলি, মুঠোফোন ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করেছে লক্ষ্মীছড়ি জোন সেনাবাহিনীর সদস্যরা।
শনিবার রাত থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত উপজেলার খিরাম আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা পার্শ্ববর্তী লেলাং ইউনিয়নের দুটি বাড়িতে এ অভিযান চালিয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মেজর সাইফুর রহমান মুর্জোর নেতৃত্বে মোট ২০ জন সেনাসদস্য এ অভিযানে অংশ নিয়ে প্রথমে নয়াহাট ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো: সেলিমের বাড়িতে তল্লাশি চালায়। পরে উপজেলার গোপালঘাটা ৮ নম্বর ওয়ার্ডের মো: বখতিয়ার উদ্দিন মঞ্জুর বাড়িতে এসব অস্ত্র ও সরঞ্জামের সন্ধ্যান মেলে।
ওই বাড়ি থেকে তল্লাশী চালিয়ে একটি চায়না পিস্তল, একটি পয়েন্ট টু-টু অস্ত্র ও ১৯৯ রাউন্ড পয়েন্ট টু-টু গুলি উদ্ধার করা হয়। এছাড়া পাঁচ রাউন্ড অ্যামুনেশন, একটি এফসিসি ও দুটি কার্তুজ ব্লাঙ্কও পাওয়া গেছে। এ সময় তল্লাশিতে ১৩টি মুঠোফোন, দুটি পাসপোর্ট, দুটি মদের বোতল এবং একটি পেনড্রাইভ পাওয়া যায়। পরে আরো তিনটি চাকু, একটি চেইন, একটি রাবার স্টিক, দুটি ডকার ও দুটি সিমকার্ডও উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিকটস্থ থানায় কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।