১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে কর্মবিরতি হয়েছে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের ব্যানারে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে এই কর্মসূচি পালিত হয় বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত।
কর্মসূচি ঘিরে নীলফামারী জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধনে মিলিত হন মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
এ সময় তারা বলেন, আমাদের বঞ্চিত করা হচ্ছে। একই যোগ্যতা সম্পন্ন ডিপ্লোমা প্রকৌশলী, নার্স ও কৃষি কর্মকর্তারা ১০ম গ্রেড পাচ্ছেন অথচ আমরা ১১তম গ্রেডে অবস্থান করছি। দাবি আদায় না হলে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে।
মানববন্ধনে বক্তব্য দেন নুরুজ্জামান সরকার, আতিকুর রহমান, মেহেদী হাসান, মোনায়েম খান, নিশাত রায়হান প্রমুখ।



