নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপি-জমিয়ত জোটের মনোনীত প্রার্থী বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটানিং অফিসার শায়লা সাঈদ তন্বীর কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ডোমার উপজেলা শাখার সভাপতি সাজ্জাদ কিবরিয়া, সাধারণ সম্পাদক মাওলানা জাহিদ হাসান, উপজেলা কমিটির সদস্য মাওলানা একরামুল হক, ওমর ফারুক, তাজুল ইসলাম, যুব জমিয়তে উলামায়ে ইসলামের ডোমার উপজেলা শাখার আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রমুখ।
জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা সভাপতি সাজ্জাদ কিবরিয়া বলেন, ‘বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। তিনি সৎ, যোগ্য ও ধার্মিক প্রার্থী হিসেবে ভোটারদের কাছে ইতোমধ্যে ব্যাপক সাড়া পেয়েছেন। আশা করছি এবার আমাদের বিজয় হবে ইনশাল্লাহ।’



