মানিকগঞ্জ-৩ আসনে মনোয়নপত্র জমা দিলেন অধ্যক্ষ দেলওয়ার হোসাইন

‘জামায়াত ক্ষমতায় এলে এবং আমি নির্বাচিত হতে পারলে ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করব। আমি নির্বাচিত হতে পারলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যাবস্থা আরো উন্নত করব।’

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

Location :

Saturia
মনোয়নপত্র জমা দিচ্ছেন ১০ দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা দেলওয়ার হোসাইন
মনোয়নপত্র জমা দিচ্ছেন ১০ দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা দেলওয়ার হোসাইন |নয়া দিগন্ত

মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া-সদর) আসনে বাংলাদেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটি শূরা ও ঢাকা উত্তর অঞ্চল টিমের সদস্য এবং ১০ দলীয় জোটের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন মনোয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মানিকগঞ্জ জেলার আমির মাওলানা মো: কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মো: নূরুল ইসলাম, সাটুরিয়া উপজেলা শাখার আমির মো: আবু সাইদ (বিএসসি), মানিকগঞ্জ সদর উপজেলা শাখার আমির মাওলানা মো: ফজলুল হকসহ দুই উপজেলার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: ইকবাল হোসেন বলেন, ‘প্রার্থীদের নির্বাচনী আচরণ সন্তোষজনক। সেইসাথে সবাইকে আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দেয়ার আহ্বান জানানো হচ্ছে।’

মনোনয়নপত্র জমা দেয়ার পর অধ্যক্ষ মুহাম্মদ দেলওয়ার হোসাইন বলেন, ‘জামায়াত ক্ষমতায় এলে এবং আমি নির্বাচিত হতে পারলে ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করব। আমি নির্বাচিত হতে পারলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যাবস্থা আরো উন্নত করব।’

তিনি আরো বলেন, ‘প্রতিদ্বন্দ্বীকারীদের সাধুবাদ জানাই। বর্তমান প্রশাসন নিরপেক্ষ ভূমিকা বজায় রাখছেন। আশা করি অবাধ ও সুষ্ঠু ভোট নির্বাচন অনুষ্ঠিত হলে আমি জয়ী হব।’